‘আইভরি টাওয়ারে বসে আর কত বিচার চলবে?’, প্রাথমিকের মামলায় কড়া মন্তব্য বিচারপতির

‘আইভরি টাওয়ারে বসে আর কত বিচার চলবে?’, প্রাথমিকের মামলায় কড়া মন্তব্য বিচারপতির

justice abhijit

কলকাতা:  আইভরি টাওয়ারে বসে বিচার করার দিন শেষ। অনেক তো হল। এবার গরিবের কথাও একটু ভাবতে হবে। প্রাথমিকের একটি মামলায় এমনই মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

মৃত মায়ের চাকরি পায়নি ছেলে৷ এই সংক্রান্ত মামলায় নিজের উষ্মা প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি সাফ বলেন, ‘‘আইভরি টাওয়ারে বসে আর কত দিন বিচার চলবে?’’ তাঁর কথায়, ‘‘মায়ের মৃত্যু হয়েছে, ওই সংসারের কী হবে? মায়ের চাকরি ছেলেকে দেওয়ার প্রয়োজন রয়েছে। আর এমন চাকরি দেওয়ার নিয়মও রয়েছে। নিয়মের মধ্যে থেকে কেউ আবেদন করলে তাতে কেন বাধা তৈরি হবে?’’ সেই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, ‘‘দরিদ্রের চোখের জলের হিসাব কেউ নেননি। এ বার সেই হিসাব নেওয়ার সময় এসে গিয়েছে।’’

২০১৮ সালে অসুস্থতার কারণে মারা যায় উত্তর ২৪ পরগনার একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকা সলেনা খাতুন। ওই শিক্ষিকার মৃত্যুর পর তাঁর ছেলে শেখ সাহিল ‘কমপ্যাশনেট’ নিয়োগের জন্য আবেদন জানান। কিন্তু তা খারিজ করে দেয় জেলা প্রাথমিক স্কুল কাউন্সিল। এর পরেই মামলা হয় হাই কোর্টে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − four =