আরও সস্তা সোনা, কমল দাম

নয়াদিল্লি: ফের কমল সোনার দাম৷ আজ মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার আগে সোনার দাম দাঁড়ায় ৩২ হাজার ৬৭০ টাকা৷ তবে রুপোর দামে তেমন কোনও পরিবর্তন হয়নি৷ রুপোর দাম ছিল ৩৭ হাজার ৩৫০ টাকা৷ এর আগে সোমবার এক ধাক্কায় ১৫০ টাকা পড়েছিল সোনার দাম৷ সেখান থেকে মঙ্গলবার আরও ৫০ টাকা পড়ল সোনার দাম৷ সোনা ও রুপোর দাম

imagesmissing

আরও সস্তা সোনা, কমল দাম

নয়াদিল্লি: ফের কমল সোনার দাম৷ আজ মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার আগে সোনার দাম দাঁড়ায় ৩২ হাজার ৬৭০ টাকা৷ তবে রুপোর দামে তেমন কোনও পরিবর্তন হয়নি৷ রুপোর দাম ছিল ৩৭ হাজার ৩৫০ টাকা৷ এর আগে সোমবার এক ধাক্কায় ১৫০ টাকা পড়েছিল সোনার দাম৷ সেখান থেকে মঙ্গলবার আরও ৫০ টাকা পড়ল সোনার দাম৷

সোনা ও রুপোর দাম নিয়ে যে তথ্য জানা জরুরি: গত দু’সপ্তাহ ধরে সোনার দাম পড়ছে৷ সেই ধারাই বজায় ছিল মঙ্গলবার৷ আমেরিকাতেও পড়েছে সোনার দাম৷ প্রতি আউন্সে ০.১ শতাংশ সস্তা হয়েছে সোনা৷ দিল্লিতে ৯৯.৯ গ্রাম ও ৯৯.৫ শতাংশ সুদ্ধ সোনার দাম হচ্ছে যথাক্রমে ৩২ হাজার ৬৭০ টাকা ও ৩২ হাজার ৫০০ টাকা দাঁড়িয়েছে৷ গোল্ড বন্ডের দামে কোনও পরিবর্তন হয়নি৷ এখন ১০০টি রুপোর কয়েন কেনার দাম ৭৯ হাজার টাকা৷ বিক্রির দাম ৮০ হাজার টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *