রাফালে মানহানির মামলা প্রত্যাহার অনিল আম্বানির, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

নয়াদিল্লি: রাফাল চুক্তি নিয়ে অফসেট পার্টনার রিলায়েন্স এবং কর্ণধার অনিল আম্বানির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিল কংগ্রেস। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রেও রাফাল চুক্তি ঘোষণার ১০ দিন আগে অনিল আম্বানি রিলায়েন্স ডিফেন্স তৈরি করেছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল। এই নিয়ে বেশ কয়েকজন কংগ্রেস নেতা এবং ন্যাশনাল হেরাল্ডের বিরুদ্ধে আমেদাবাদের একটি আদালতে পাঁচ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের

3 stocks recomended

রাফালে মানহানির মামলা প্রত্যাহার অনিল আম্বানির, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

নয়াদিল্লি: রাফাল চুক্তি নিয়ে অফসেট পার্টনার রিলায়েন্স এবং কর্ণধার অনিল আম্বানির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিল কংগ্রেস। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রেও রাফাল চুক্তি ঘোষণার ১০ দিন আগে অনিল আম্বানি রিলায়েন্স ডিফেন্স তৈরি করেছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল।

এই নিয়ে বেশ কয়েকজন কংগ্রেস নেতা এবং ন্যাশনাল হেরাল্ডের বিরুদ্ধে আমেদাবাদের একটি আদালতে পাঁচ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছিল অনিল আম্বানির রিলায়েন্স গোষ্ঠী। মঙ্গলবার সেই মামলা প্রত্যাহার করার কথা জানালেন তাদের আইনজীবী রাকেশ পারেখ।

এদিনই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কংগ্রেস নেতা সুনীল জাখর, রণদীপ সিং সুরজেওয়ালা, ওমেন চান্ডি, অশোক চৌহান, অভিষেক মনু সিংভি, সঞ্জয় নিরুপম এবং শক্তিসিং গোহিলের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল। তবে আদালতে গ্রীষ্মকালীন ছুটি চলায় মামলাটি প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হতে কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছেন অভিযুক্তদের আইনজীবী রি এস চম্পানেরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − two =