EPF অ্যাকাউন্টে কত টাকা জমেছে, দেখবেন কীভাবে?

নয়াদিল্লি: ইপিএফ অ্যাকাউন্টে কত টাকা জমেছে, তা জানার একাধিক পথ রয়েছে৷ ব্যাংকে যেভাবে পাসবুকের সাহায্যে ব্যালান্স সম্পর্কিত তথ্য জানা যায়, সেই একই ভাবে ইপিএফে কত টাকা জমেছে তা জানা যায়। এই পাসবুকটি ইপিএফওর সরকারি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে ব্যবহার করা যায়। পোর্টাল থেকে কীভাবে ব্যালেন্স জানবেন? প্রথমে epfindia.gov.in-এ ঢুকে পাসবুক লেখা অংশে ক্লিক করতে

imagesmissing

EPF অ্যাকাউন্টে কত টাকা জমেছে, দেখবেন কীভাবে?

নয়াদিল্লি: ইপিএফ অ্যাকাউন্টে কত টাকা জমেছে, তা জানার একাধিক পথ রয়েছে৷ ব্যাংকে যেভাবে পাসবুকের সাহায্যে ব্যালান্স সম্পর্কিত তথ্য জানা যায়, সেই একই ভাবে ইপিএফে কত টাকা জমেছে তা জানা যায়। এই পাসবুকটি ইপিএফওর সরকারি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে ব্যবহার করা যায়।

পোর্টাল থেকে কীভাবে ব্যালেন্স জানবেন? প্রথমে epfindia.gov.in-এ ঢুকে পাসবুক লেখা অংশে ক্লিক করতে হবে৷ পরে, নিজের নাম ও অ্যাকাউন্ট নম্বর দিতে হবে৷ এই তথ্য দেওয়া হয়ে গেলে সমস্ত বিবরণ বেরিয়ে আসতে থাকবে৷  এবার মেম্বার আইডি বেছে নিলেই ইপিএফওর পাসবুক ব্যবহার করা যাবে৷ শুধু দেখা নয় তথ্য ডাউনলোড করারও সুযোগ আছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *