কলকাতা: জেল হেফাজতের মেয়াদ শেষে আজ আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের৷ কিন্তু, জেল সূত্রে জানানো হয় তিনি ‘আনফিট’৷ ফলে বৃহস্পতিবার সশরীরে আদালতে হাজির করানো যায়নি বালুকে। প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়ালিই আদালতের শুনানিতে অংশ নেন জ্যোতিপ্রিয় মল্লিক।
এদিন আদালতে পেশ করা হলে বিচারকের কাছে কাতর আর্জি জানান প্রাক্তন খাদ্যমন্ত্রী৷ তিনি বলেন, “‘স্যার, আমি বাঁচতে চাই। আমাকে বাঁচতে দিন। আমার শরীরের অবস্থা ভাল নেই। আমার চিকিৎসার প্রয়োজন রয়েছে। প্রতিদিন ইনসুলিন ইনজেকশন নিতে হয়। প্রচুর ওষুধও খাই। আমার কিডনি, লিভারে সমস্যা রয়েছে।” তবে এদিন জামিনের আবেদন জানানো হয়নি জ্যোতিপ্রিয়ের তরফে৷
তবে জেলে জ্যোতিপ্রিয়র জন্য খাট এবং টেবিলের আবেদন জানান তাঁর আইনজীবী৷ এদিকে, জ্যোতিপ্রিয় মন্ত্রী হওয়ার পাশাপাশি কলকাতা হাই কোর্টের বার অ্যসোসিয়েশনের সদস্যও। এই বিষয়টি উল্লেখ করেই মন্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে শোওয়ার জন্য খাট ও খাওয়ার জন্য টেবিল চাওয়া হয়। তবে বিচারপতি জানান, এ ব্যাপারে তিনি কোনও নির্দেশ দিতে পারবেন না। সিদ্ধান্ত নেবে জেল কর্তৃপক্ষ৷