postmortem report
কলকাতা: আমর্হাস্ট স্ট্রিট থানার পুলিশের বিরুদ্ধে তাঁকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকার পর এক ব্যক্তির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এখন উত্তেজনা শহরে। ব্যক্তির ময়নাতদন্ত এইমসে করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার। কিন্তু তার আগেই বৃহস্পতিবার বিকেলে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই ব্যক্তির ময়নাতদন্ত হয়ে গিয়েছে। যে রিপোর্ট সামনে এসেছে তাতে বলা হয়েছে, ব্রেইন টিউমার ফেটে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও এই রিপোর্ট মানতে নারাজ পরিবার।
বুধবার দুপুরে হঠাৎ আমহার্স্ট স্ট্রিট থানা ওই ব্যক্তিকে কোনও ইস্যুতে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠায়। তিনি থানায় যান। কিন্তু বিকেলে পরিবারের সদস্যরা খবর পান যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে পিটিয়ে খুন করার অভিযোগ তোলা হচ্ছে। দাবি করা হয়েছে, অল্প সময়ের মধ্যেই অন্তত পাঁচ জন পুলিশ কর্মী অশোক নামের ওই ব্যক্তির ওপর অত্যাচার চালিয়েছে। যদিও এই ময়নাতদন্তের রিপোর্ট বলছে, মরদেহে কোনও আঘাতের চিহ্ন নেই। কিন্তু ব্যক্তির পরিবার এই রিপোর্ট না মেনে পুনরায় ময়নাতদন্তের পক্ষে সওয়াল করেছেন।
সূত্রের খবর, ওই ব্যক্তি থানা থেকে এক বিজেপি নেতাকে ফোন করেছিলেন। তাঁর সঙ্গে থানার আধিকারিকদের চেনাশুনা আছে। ফোনে তিনি কোনও শারীরিক নির্যাতনের কথা বলেননি। এদিকে ময়নাতদন্তের রিপোর্ট বলছে, ব্যক্তি ব্রেইন টিউমারে ভুগছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল। ওই টিউমার ফেটে বুধবার সন্ধ্যায় মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় তাঁর। যার ফলে মৃত্যু।