কলকাতা: বেশ কিছুদিন আটকে থাকার পর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ফের সক্রিয় হয়েছে। তবে এবার কিছুটা দেরিতে দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢোকার যে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, তার কোনও পরিবর্তন করা হয়নি।
আগেই আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৬ জুন নাগাদ কেরল উপকূল দিয়ে দেশের মূল ভূখণ্ডে ঢুকবে বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ৮-১০ জুন। হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে এটা আসার স্বাভাবিক সময় ৫-৬ জুন। তবে কেরলে আসতে দেরি হলে স্বাভাবিকভাবেই রাজ্যেও বর্ষা আসতে কিছুটা দেরি হবে। বর্ষা আসার আগে প্রাক বর্ষার মরশুমে এখন বজ্রগর্ভ মেঘ থেকে মাঝে মাঝে ঝড়-বৃষ্টি হতে পারে।
বেশ কয়েকদিন আগে দক্ষিণ আন্দামান সাগর ও নিকোবর দ্বীপপুঞ্জের একটা অংশ পর্যন্ত মৌসুমি বায়ু চলে এসেছিল। তারপর এটি সেখানেই থমকে ছিল। শনিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর কিছুটা অগ্রগতি হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, উত্তর আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জের বাকি অংশ এবং আন্দামান দ্বীপপুঞ্জের দক্ষিণ অংশ বর্ষার আওতায় চলে এসেছে। আগামী ২৯-৩০ মে-র মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জ ও উত্তর আন্দামান সাগরের আরও কিছু অংশে বর্ষা ঢুকে পড়বে।