মেট্রোর কাজের জন্য ময়দানে গাছ কাটা নয়, অন্তর্বর্তিকালীন নির্দেশ বহাল রাখল হাই কোর্ট

মেট্রোর কাজের জন্য ময়দানে গাছ কাটা নয়, অন্তর্বর্তিকালীন নির্দেশ বহাল রাখল হাই কোর্ট

tree

কলকাতা: মেট্রোর কাজের জন্য ময়দান এলাকায় নতুন আর একটি গাছও কাটা যাবে না। অন্তর্বর্তী নির্দেশে এমনটাই জানাল কলকাতা হাই কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি৷ গাছ কাটা নিয়ে মামলাটি করেছে এক স্বেচ্ছাসেবী সংগঠন৷

এদিন শুনানির পর মেট্রো প্রকল্পের জন্য কেন্দ্রের পরিবেশ মন্ত্রক কী বলছে তা শুনতে চায় আদালত। তাদের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় রাজ্যের বন দফতরকেও যুক্ত করতে বলা হয়েছে৷ হাই কোর্ট জানায়, গাছ কাটার বিষয়ে তাদের অনুমতিরও প্রয়োজন রয়েছে৷ সব পক্ষের বক্তব্য শোনার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে উচ্চ আদালত। আগামী ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷

মেট্রোর কাজের বরাদ্দ পেয়েছে ‘রেল বিকাশ নিগম লিমিটেড’৷ এদিন সংস্থার তরফে আদালতে জানানো হয়, হাই কোর্টের পূর্ববর্তা নির্দেশের জেরে কাজ আটকে রয়েছে। এর পরেই প্রধান বিচারপতি বলেন, “আমরা মেট্রো প্রকল্পের বিরুদ্ধে নই। মেট্রো পরিষেবা জরুরি। মেট্রো এখন আর বিলাসিতা নয়, এটা প্রয়োজন। গঙ্গার তলা দিয়ে মেট্রো পথে বসিয়ে আমরা গর্বিত৷ কিন্তু ভারসাম্য বজায় রাখাটাও জরুরি। ময়দান হল শহরের বড় ফুসফুস। তবে এটা শুধুমাত্র অন্তর্বর্তী নির্দেশ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *