জিএসটি গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ অর্থমন্ত্রকের

নয়াদিল্লি: খুব শীঘ্রই জিএসটির জন্য আলাদা দপ্তর বা কর্তৃপক্ষ চালু করতে চলেছে কেন্দ্র। জিএসটি দাখিল সহজ এবং প্রক্রিয়া দ্রুত করতেই এই উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক সূত্রে এখবর জানা গিয়েছে। বর্তমানে জিএসটি রিফান্ডের জন্য দু’টি কর্তৃপক্ষ রয়েছে। কেন্দ্রীয় এবং রাজ্যের কর আধিকারিকদের পণ্য ও পরিষেবা সংক্রান্ত যাবতীয় রিটার্ন, রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন

imagesmissing

জিএসটি গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ অর্থমন্ত্রকের

নয়াদিল্লি: খুব শীঘ্রই জিএসটির জন্য আলাদা দপ্তর বা কর্তৃপক্ষ চালু করতে চলেছে কেন্দ্র। জিএসটি দাখিল সহজ এবং প্রক্রিয়া দ্রুত করতেই এই উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক সূত্রে এখবর জানা গিয়েছে।

বর্তমানে জিএসটি রিফান্ডের জন্য দু’টি কর্তৃপক্ষ রয়েছে। কেন্দ্রীয় এবং রাজ্যের কর আধিকারিকদের পণ্য ও পরিষেবা সংক্রান্ত যাবতীয় রিটার্ন, রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু, আগামী আগস্ট থেকে নতুন সেই প্রক্রিয়ায় বদল আসতে চলেছে। পরিবর্তে তার জায়গায় চালু হবে একটিমাত্র কর্তৃপক্ষ। বর্তমানে রাজস্ব বিভাগের আওতায় চলছে পুরো প্রক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *