আমুলকে টেক্কা দিতে বাজারে এল বাবা রামদেব দুধ

নয়াদিল্লি: আমুল, মাদার ডেয়ারিকে টেক্কা দিতে বাজারে এল রামদেব বাবার দুধ৷ লক্ষ্য, কম দামে ক্রেতাদের দুধ দেওয়া৷ দুধ বিক্রির বিষয়ে রামদেব জানিয়েছেন, দেশে ক্রমাগত দুধের দাম বেড়ে চলেছে৷ সেই কারণেই পতঞ্জলি এবার দুধ বিক্রি করবে৷ লিটারে ৪০ টাকা দাম হবে দুধের৷ এই দাম অন্যান্য বাজারের দুধের প্যাকেটের থেকে অন্তত ৪ টাকা কম৷ রামদেবের লক্ষ্য, প্রতিদিন

imagesmissing

আমুলকে টেক্কা দিতে বাজারে এল বাবা রামদেব দুধ

নয়াদিল্লি: আমুল, মাদার ডেয়ারিকে টেক্কা দিতে বাজারে এল রামদেব বাবার দুধ৷ লক্ষ্য, কম দামে ক্রেতাদের দুধ দেওয়া৷ দুধ বিক্রির বিষয়ে রামদেব জানিয়েছেন, দেশে ক্রমাগত দুধের দাম বেড়ে চলেছে৷ সেই কারণেই পতঞ্জলি এবার দুধ বিক্রি করবে৷ লিটারে ৪০ টাকা দাম হবে দুধের৷ এই দাম অন্যান্য বাজারের দুধের প্যাকেটের থেকে অন্তত ৪ টাকা কম৷

রামদেবের লক্ষ্য, প্রতিদিন চার লক্ষ লিটার দুধ মানুষের কাছে পৌঁছে দেওয়া৷ দুধের পাশাপাশি বেশ কয়েকটি দুগ্ধজাত পণ্যও বিক্রি করারও লক্ষ্য নিয়েছে পতঞ্জলি৷ এই মুহূর্তে রাজস্থান ও হরিয়ানার গো বলয় থেকে থেকে দুধ কিনছে রামদেবের সংস্থা৷ রামদেব জানিয়েছেন, এই মুহূর্তে ১৫ হাজার জনের থেকে সরাসরি দুধ কিনছে তাঁদের সংস্থা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *