নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভায় আর থাকতে চান না অরুণ জেটলি। কারণ হিসেবে তিনি তাঁর শারীরিক অবস্থার কথা বলেছেন। মোদির দ্বিতীয় দফার মন্ত্রিসভায় কোনওরকম দায়িত্ব তিনি নিতে চান না।
Arun Jaitley writes to Prime Minister Narendra Modi-“I am writing to you to formally request you that I should be allowed a reasonable time for myself, my treatment and my health, and, therefore, not be a part of any responsibility, for the present, in the new Government.” pic.twitter.com/ZaeYQH5jrG
— ANI (@ANI) May 29, 2019
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে এ কথা জানিয়ে দিয়েচেন জেটলি। বলেছেন, দায়িত্ব থেকে দূরে থাকায় তিনি তাঁর স্বাস্থ্য ও চিকিৎসার দিকে মনোনিবেশ করতে পারবেন। জল্পনার অবসান নিজেই ঘটানোর পর জেটলির উত্তরসূরী কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে নতুন করে জল্পনা। একটি মহলের মতে, এই দায়িত্ব পেতে পারেন অমিত শাহ। অন্য মহলের মতে, দাবিদার পীযূষ গোয়েল, যিনি স্বল্প সময়ের জন্য অর্থমন্ত্রেক কাজ সামলেছেন।