winter
কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন বঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর৷ তবে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশ উপকূলে গতকালই আছড়ে পড়েছে। তাই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সেই প্রেক্ষিতে এটাকেই শীতের শুরু বলা যায়। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ক’দিনে তাপমাত্রা কিছুটা কমবে। যদিও এখনই কাঙ্ক্ষিত শীত পাবে না বঙ্গবাসী।
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র কারণে বিগত কয়েক দিন একটা হালকা ঠান্ডা ভাব ছিল। ভোরের দিকে শীত শীত ব্যাপারও লাগছিল। এছাড়া সারাদিন কিছুটা মেঘলা আকাশ থাকায় স্যাঁতস্যাঁতে আবহাওয়া ছিল। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গিয়ে আপাতত হেমন্তের ছোঁয়া লাগতে শুরু করেছে। হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি মাসে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই, তবে ডিসেম্বর থেকেই ঠান্ডা মেজাজে ফিরতে পারে। অনেকের আশা, আবার নিম্নচাপের কোনও ভ্রূকুটি দেখা না গেলে চলতি মরশুমে ভালো পারফর্ম করবে শীত। কিন্তু নিম্নচাপ হলে তার জেরে আটকে যেতে পারে পারদ পতন।
চলতি বছর নভেম্বরের মাঝামাঝি থেকেই শুষ্ক আবহাওয়ার দেখা মিলেছিল। রাজ্যে হিমেল হাওয়াও বইছিল৷ কিন্তু নিম্নচাপের জেরে বাংলায় নভেম্বরের শেষের দিকে যে শীত থাকে, তা আর লক্ষ্য করা যাচ্ছিল না। কিন্তু এখন স্বস্তি যে নিম্নচাপ কাঁটা সরেছে। বাঙালি এখন পুরোদস্তুর শীতের অপেক্ষায়।