শপথের আগেই অর্থনীতিতে বড় ধাক্কা কেন্দ্রের, তলানিতে বিনিয়োগ

নয়াদিল্লি: দ্বিতীয় দফায় মোদি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে বেশ বিপাকে কেন্দ্র৷ গত ৬ বছরে এই প্রথম বেশ খানিকটা কমল প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) পরিমাণ৷ জানা গিয়েছে, ২০১৮-১৯ সালে এক শতাংশ কমেছে এফডিআইয়ের পরিমাণ৷ চলতি বছরে এই পরিমাণ দাঁড়িয়েছে ৪৪.৩৭ বিলিয়ন ডলার৷ টেলিকম শিল্প থেকে শুরু করে ওষুধে বিদেশি বিনিয়োগ সব থেকে বেশি পরিমাণ কমেছে৷

imagesmissing

শপথের আগেই অর্থনীতিতে বড় ধাক্কা কেন্দ্রের, তলানিতে বিনিয়োগ

নয়াদিল্লি: দ্বিতীয় দফায় মোদি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে বেশ বিপাকে কেন্দ্র৷ গত ৬ বছরে এই প্রথম বেশ খানিকটা কমল প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) পরিমাণ৷ জানা গিয়েছে, ২০১৮-১৯ সালে এক শতাংশ কমেছে এফডিআইয়ের পরিমাণ৷ চলতি বছরে এই পরিমাণ দাঁড়িয়েছে ৪৪.৩৭ বিলিয়ন ডলার৷

টেলিকম শিল্প থেকে শুরু করে ওষুধে বিদেশি বিনিয়োগ সব থেকে বেশি পরিমাণ কমেছে৷ এর আগে ২০১২-১৩ সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ২২.৪২ বিলিয়ন ডলার৷ ২০১১-১২ সালে তা ছিল ৩৫.১২ বিলিয়ন ডলারের কাছাকাছি৷ ২০১১-১২ অর্থবর্ষের পর সেভাবে কমেনি বিনিয়োগের পরিমাণ কমেনি৷

তথ্য বলছে, টেলিকম থেকে শুরু করে ওষুধ ব্যবসার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ কমেছে৷ পাশাপাশি বিদ্যুৎ ক্ষেত্রেও বিনিয়োগের পরিমাণ কমেছে৷ টেলিকম শিল্পে বিদেশের সরাসরি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২.৬৭ ডলার৷ গত বছর এই পরিমাণটাই ছিল ৬.২১ বিলিয়ন ডলার৷ নির্মাণ শিল্পে ২০১৭-১৮ সালে বিনিয়োগের পরিমাণ ছিল ২৬৬ মিলিয়ন ডলার৷ এখন কমে হয়েছে ২১৮ মিলিয়ন ডলার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *