নীতি আয়োগের ফের বড়সড় পরিবর্তন মোদির

নয়াদিল্লি: আগামী ১৫ জুন নীতি আয়োগের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পদাধিকারবলে এই কমিশনের চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী৷ বৈঠকে ডাকা হয়েছে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে৷ কিন্তু, বৈঠক শুরুর আগে নীতি আয়োগের কমিটিতে বেশ কিছু পরিবর্তনের সিদ্ধান্ত কেন্দ্রের৷ জানা গিয়েছে, নীতি আয়োগের সদস্য আর থাকছেন না অর্থনীতিবিদ বিবেক দেবরায়৷ পুরানো কমিটির থেকে প্রাক্তন ডিআরডিও প্রধান ভি কে

imagesmissing

নীতি আয়োগের ফের বড়সড় পরিবর্তন মোদির

নয়াদিল্লি: আগামী ১৫ জুন নীতি আয়োগের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পদাধিকারবলে এই কমিশনের চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী৷ বৈঠকে ডাকা হয়েছে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে৷ কিন্তু, বৈঠক শুরুর আগে নীতি আয়োগের কমিটিতে বেশ কিছু পরিবর্তনের সিদ্ধান্ত কেন্দ্রের৷

জানা গিয়েছে, নীতি আয়োগের সদস্য আর থাকছেন না অর্থনীতিবিদ বিবেক দেবরায়৷ পুরানো কমিটির থেকে প্রাক্তন ডিআরডিও প্রধান ভি কে সারস্বত, কৃষি অর্থনীতি বিশেষজ্ঞ রমেশ চন্দ ও চিকিৎসক ভি কে পাল এই কমিটিতে থাকছেন৷ একাধিক মন্ত্রীও থাকছেন নীতি আয়োগের কমিটিতে৷ বিশেষজ্ঞ ও মন্ত্রীদের নিয়েই গড়া হচ্ছে এই নয়া কমিটি৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থাকছেন কমিটিতে৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এই ৪ জনের নীতি আয়োগের কমিটিতে থাকছেন৷ মুখ্যমন্ত্রী ছাড়া এই নীতি আয়োগের কেউ অংশ নিতে পারেন না৷ সেই নিময় পরিবর্তন করতেই পদক্ষেপ বলে মনে করছেন অনেকেই৷

নীতি আয়োগ কী? যোজনা কমিশনকে নতুন মোড়কে হাজির করার কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন ২০১৪ সালের ১৫ অগস্ট৷ ২০১৫ সালের শুরুতেই যোজনা কমিশনকে নাম পাল্টে রাখা হয় নীতি আয়োগ৷ ১৯৫০ সালে জওহরলাল নেহরুর হাত ধরে পথ চলা শুরু করে যোজনা কমিশন৷ পদাধিকারবলে এই কমিশনের চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী৷ মূলত পঞ্চবার্ষিকি পরিকল্পনাগুলির বাস্তব রূপ দেওয়ার জন্যই তৈরি হয় এই কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *