কলকাতা: নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নার গ্যাসের ডেলিভারি করাতে কড়া পক্ষেপ কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রকের৷ গ্যাস ডেলিভারিতে দেরি হলেই দেড় লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ডিলারদের৷ বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে নিয়ম মাফিক গ্যাস ডেলিভারি দেওয়ার কথা ডিলারদের৷ কিন্তু, সেই সময়সীমা পেরিয়ে গেলেই এবার থেকে মোটা অংকের জরিমানা নেওয়ার হবে বলে খবর৷
তবে শাস্তির ক্ষেত্রে শুধু দেরি করে সিলিন্ডার দেওয়ার বিষয়টিই নয়, গ্যাসের জোগান দেওয়ার সময় ডেলিভারিম্যান বাড়তি টাকা চাইছেন কি না বা তিনি সিলিন্ডার ওজন করে দিচ্ছেন কি না সেই বিষয়েও গ্রাহকের থেকে মতামত নিতে শুরু করেছে কেন্দ্রীয় তেল সংস্থা৷ তাতে যদি দেখা যায় অভিযোগ আসছে, তাহলেও শাস্তির কোপ পড়তে পারে ডিলারের উপর৷ গ্রাহক পরিষেবায় তেল সংস্থাগুলির এই তৎপরতায় কতটা কাজ হয়, এখন তার দিকেই তাকিয়ে সাধারণ মানুষ৷