এবার আরও ৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক তুলে দিতে চলেছে কেন্দ্র

নয়াদিল্লি: প্রথম দফায় ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে সংযুক্ত করে ২টি বড় ব্যাংক তৈরি করেছিল মোদি সরকার৷ দ্বিতীয় দফায় ব্যাংক অফ বরোদার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে বিজয়া ও দেনা ব্যাংককে৷ এবার ওরিয়েন্টাল কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে ইন্ডিয়ান ব্যাংক, কর্পোরেশন ব্যাংক ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে সিন্ডিকেট, এলাহাবাদ, অন্ধ্র ব্যাংককে মেশাতে চলেছে কেন্দ্র৷ এবছর সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে

3 stocks recomended

এবার আরও ৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক তুলে দিতে চলেছে কেন্দ্র

নয়াদিল্লি: প্রথম দফায় ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে সংযুক্ত করে ২টি বড় ব্যাংক তৈরি করেছিল মোদি সরকার৷ দ্বিতীয় দফায় ব্যাংক অফ বরোদার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে বিজয়া ও দেনা ব্যাংককে৷ এবার ওরিয়েন্টাল কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে ইন্ডিয়ান ব্যাংক, কর্পোরেশন ব্যাংক ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে সিন্ডিকেট, এলাহাবাদ, অন্ধ্র ব্যাংককে মেশাতে চলেছে কেন্দ্র৷ এবছর সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে এই প্রক্রিয়া৷

ইতিমধ্যেই ইন্ডিয়ান ও কর্পোরেশন ব্যাংকের সঙ্গে সংযুক্তিকরণের অনুমোদন চেয়ে ওরিয়েন্টাল কমার্শিয়াল ব্যাংক  কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে বলে খবর৷ ওরিয়েন্টাল ব্যাংকের এই প্রস্তাব নিয়ে শীঘ্রই অর্থমন্ত্রক চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে অর্থমন্ত্রক সূত্র খবর৷ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি সংস্কারে দেশে ২৭টি ছোট-বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক রাখার পরিবর্তে ছোট ও আর্থিক ভাবে দুর্বল ব্যাংকগুলিকে বড় ব্যাংকগুলির সঙ্গে মিশিয়ে দিয়ে গুটিকয়েক বৃহৎ ও শক্তিশালী ব্যাংক রাখা হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মোদি৷ তবে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ছোট ব্যাংকগুলির সংযুক্তিকরণ খানিক পিছোতে পারে মেহুল চোকসি-নীরব মোদী জালিয়াতি ঘটনায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =