কলকাতা: ডিজিটাল পেমেন্টর উপর আরও জোর দিচ্ছে কেন্দ্র৷ নোট বাতিলের পর থেকে নগদ টাকার বদলে ডিজিটাল মানি মারফত লেনদেনের উপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে৷
সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে, এখন এদেশে যে অঙ্কের ডিজিটাল লেনদেন হয় করা হয়, আগামী ৪ বছরের মধ্যে তা দ্বিগুণ হবে৷ এ বছর ভারতে ডিজিটাল লেনদেনের অঙ্ক ৬ হাজার ৪৮০ কোটি মার্কিন ডলার হতে পারে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে৷ ১৯২৩ সালের মধ্যে সেই অঙ্ক ১৩ হাজার ৫২০ কোটি মার্কিন ডলারে পৌঁছবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে৷