বাজারে ঢুকছে চিনা অলঙ্কার, দম শুনলে চমকে উঠবেন

কলকাতা: ইমিটেশন জুয়েলারি শিল্পে সবচেয়ে বড় ধক্কা দিতে চলেছে চিনা অলঙ্কার৷ গোটা দেশে থাবা বসাচ্ছে চিন থেকে আসা অলঙ্কা৷ আর তাতে দেশিয় ইমিটেশন জুয়েলারি শিল্প টিকিয়ে রাখাই এখন দায় স্থানীয় ব্যবসায়ীদের৷ এই মুহূর্তে গোটা দেশে ইমিটেশন গয়নার বর্তমান বাজার ৩০ হাজার কোটি টাকার৷ কিন্তু, আট টাকা কেজি দরে বিক্রি হওয়া চিনা অলঙ্কা ইতিমধ্যেই ৫৫ শতাংশ

3 stocks recomended

বাজারে ঢুকছে চিনা অলঙ্কার, দম শুনলে চমকে উঠবেন

কলকাতা: ইমিটেশন জুয়েলারি শিল্পে সবচেয়ে বড় ধক্কা দিতে চলেছে চিনা অলঙ্কার৷ গোটা দেশে থাবা বসাচ্ছে চিন থেকে আসা অলঙ্কা৷ আর তাতে দেশিয় ইমিটেশন জুয়েলারি শিল্প টিকিয়ে রাখাই এখন দায় স্থানীয় ব্যবসায়ীদের৷ এই মুহূর্তে গোটা দেশে ইমিটেশন গয়নার বর্তমান বাজার ৩০ হাজার কোটি টাকার৷ কিন্তু, আট টাকা কেজি দরে বিক্রি হওয়া চিনা অলঙ্কা ইতিমধ্যেই ৫৫ শতাংশ দখল করে ফেলেছে চিন৷

ফলে সারা দেশের সঙ্গে বাংলার বিস্তীর্ণ এলাকায় ইমিটেশন গয়নার শিল্পীরা আর্থিকভাবে মার খেতে শুরু করেছেন৷ অস্তিত্ব সঙ্কটে ভুগতে শুরু করে বাংলার গয়না শিল্প৷ দেশীয় গয়নার জন্য প্রয়োজনীয় ব্রাস মেটাল বা কপারের কেজি প্রতি দর ৪০০ থেকে ৫০০ টাকা৷ কিন্তু, সেই একই অলঙ্কার স্রেফ আট টাকা কেজি দরে দেশে ঢুকছে চিনা অলঙ্কার৷ ফলে প্রতিযোগিতার বাজারে লড়াই এখন কঠিন হয়ে দাঁড়াচ্ছে দেশীয় ব্যবসায়ীদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 3 =