কোভিড ভ্যাকসিন কমবয়সীদের আচমকা মৃত্যুর ঝুঁকি বাড়ায়নি,বলছে ICMR

কোভিড ভ্যাকসিন কমবয়সীদের আচমকা মৃত্যুর ঝুঁকি বাড়ায়নি,বলছে ICMR

ICMR

কলকাতা:  করোনার ছোবলে নাভিশ্বাস উঠেছিল বিশ্ববাসীর৷ অতিমারির ধাক্কায় মৃত্যু মিছিল দেখেছিল গোটা বিশ্ব। কোভিডের চোখরাঙানি এখন আর নেই৷ তবে গবেষণা চলছে। কোভিড ও কোভিড-পরবর্তী সময়ে কমবয়সীদের হঠাৎ মৃত্যুর ঘটনা দেখা গিয়েছে। এর অন্যতম কারণ হিসাবে দায়ি করা হচ্ছিল কোভিড ভ্যাকসিনকে৷ প্রশ্ন উঠেছিল, কোভিড ভ্যাকসিনের জেরেই কি এই অকাল মৃত্যু? সেই প্রশ্নেরই জবাব দিল আইসিএমআর৷ 

 

তাদের করা সমীক্ষা বলছে, কম বয়সীদের মধ্যে আচমকা ব্যাখ্যাহীন মৃত্য়ুর ঝুঁকি কোভিড ভ্যাকসিন বাড়ায়নি। বরং আচমকা মৃত্যু ঝুঁকি অনেকটাই কমিয়েছে ভ্যাকসিন। সমীক্ষা বলছে, কেউ যদি ভ্যাকসিনের অন্তত একটি ডোজও নিয়ে থাকেন, তাহলেও মৃত্যুর আচমকা ঝুঁকি কঅনেকখানি কম থাকবে৷ 

তাহলে কম বয়সে হঠাৎ করে মৃত্যুর ঘটনা বাড়ছে কেন? জবাবে আইসিএমআর বলছে, গবেষণায় দেখা গিয়েছে, যদি পরিবারে কারোর হঠাৎ করে মৃত্যুর ইতিহাস থাকে,  মদ্যপানের অভ্যাস থাকলে, ক্রমাগত বসে কাজ করার মতো ফ্যাক্টর থাকলে হঠাৎ করে মৃত্যুর ঝুঁকি অনেকটাই বাড়িয়ে তোলে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 4 =