দেরিতে এলেও কেমন হবে এবারের বর্ষা? মিটবে বৃষ্টির ঘাটতি?

কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের ধাক্কায় দুই-তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের ঢুকতে চলেছে বর্ষা৷ দক্ষিণবঙ্গ ছাড়াও বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড ও ওড়িশায় চলতি সপ্তাহেই মৌসুমি বায়ু ঢুকবে যাবে৷ বর্ষার আগমনে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও বৃষ্টির পরিমাণ নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ চাষবাসের জন্য এখনই ভারী বৃষ্টি হওয়া প্রয়োজন থাকলেও সেই চাহিদা নাও মিটতে পারে বলে আশঙ্কা

imagesmissing

দেরিতে এলেও কেমন হবে এবারের বর্ষা? মিটবে বৃষ্টির ঘাটতি?

কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের ধাক্কায় দুই-তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের ঢুকতে চলেছে বর্ষা৷  দক্ষিণবঙ্গ ছাড়াও বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড ও ওড়িশায় চলতি সপ্তাহেই মৌসুমি বায়ু ঢুকবে যাবে৷ বর্ষার আগমনে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও বৃষ্টির পরিমাণ নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ চাষবাসের জন্য এখনই ভারী বৃষ্টি হওয়া প্রয়োজন থাকলেও সেই চাহিদা নাও মিটতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে৷

পশ্চিমবঙ্গে বৃষ্টির ঘাটতি রাজ্য সরকারকে উদ্বেগে রেখেছে৷ দক্ষিণবঙ্গে জুন মাসে এখনও স্বাভাবিকের থেকে প্রায় ৬৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে৷ কিন্তু, বর্ষার গতিপ্রকৃতি যা বলছে, তাতে বর্ষা সেই ঘাটতি মেটাতে পারবে কি না, তা নিয়েও চিন্তা বাড়ছে৷ কয়েকদিন আগে আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় বায়ু মৌসুমি বায়ুর গতিকে থমকে দেয়৷ বায়ুর বিদায়ের পর উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হচ্ছে৷ তা বর্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে পারে বলে মনে করা হচ্ছে৷ বর্ষাকে সক্রিয় করার পিছনে জুন থেকে সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপগুলির বড় ভূমিকা থাকে৷ এখন দেখার এবারের বর্ষা আদৌও বৃষ্টির ঘাটতি পূরণ করতে পারে কি না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *