অবশেষে দক্ষিণবঙ্গে পা রাখল বর্ষা, কেমন থাকছে শক্তি?

অবশেষে বর্ষা ঢুকছে বাংলায়৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গে পাকাপাকি ভাবে ঢুকছে যাবে বর্ষা৷ আজ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ তবে, মৌসুমি বায়ু খুব শক্তিশালী হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, তা নয়৷ দফায় দফায় শক্তি বাড়াবে বর্ষা৷ এই মুহূর্তে বাংলার উপকূলের অবস্থা করছে মৌসুমি বায়ু৷ আর তার জেরেই আগামী দুদিন বৃষ্টি হলেও৷ সপ্তাহ শেষে ফের গরমের

imagesmissing

অবশেষে দক্ষিণবঙ্গে পা রাখল বর্ষা, কেমন থাকছে শক্তি?

অবশেষে বর্ষা ঢুকছে বাংলায়৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গে পাকাপাকি ভাবে ঢুকছে যাবে বর্ষা৷ আজ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ তবে, মৌসুমি বায়ু খুব শক্তিশালী হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, তা নয়৷ দফায় দফায় শক্তি বাড়াবে বর্ষা৷

এই মুহূর্তে বাংলার উপকূলের অবস্থা করছে মৌসুমি বায়ু৷ আর তার জেরেই আগামী দুদিন বৃষ্টি হলেও৷ সপ্তাহ শেষে ফের গরমের হাঁসফাঁস করতে হতে পারে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের৷ এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ আজ-কাল নদীয়া থেকে শুরু করে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলির কিছু অংশে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর৷

ক্যালেন্ডার বলছে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে ১০ জুন৷ কিন্তু, ইতিমধ্যেই ১০ দিন দেরি করে ফেলেছে বর্ষা৷ তবে, এটাই প্রথম নয়, এর আগেও একাবাধিকবার বর্ষা আসতে দেরি করেছে৷ ১৯৮৩ সালের ২৬ জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা এসেছিল৷ গত ১৫ জুলাই বর্ষা এসেছে উত্তরবঙ্গে৷ তারপর সেখানে মৌসুমি অক্ষরেখা বিশেষ অগ্রসর না হওয়ায় বর্ষা দক্ষিণে পা রাখতে পারেনি৷ গত বছর ১১ জুন দক্ষিণবঙ্গে পা রাখে বর্ষা৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *