নয়াদিল্লি: রেল স্টেশনে আধুনিকীকরণের পথে আরও এক কদম এগোল ভারতীয় রেল৷ আইআরএসডিসির হাত ধরে নতুন চেহারা পেতে চলেছে রেল স্টেশন৷ রেল সূত্রে খবর, দেশের বিভিন্ন রেল স্টেশনকে এবার বিমানবন্দরের আদল দেওয়া হবে৷ এই কাজের জন্য ইতিমধ্যেই আইআরএসডিসি দুটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে৷ প্রথমিক ভাবে ২২টি রেল স্টেশনকে আধুনিক করা হবে৷
আন্ধেরি, বান্দ্রা টার্মিনাস, রাঁচি, চেন্নাইয়ের মতো ৮টি রেল স্টেশনের খোলনলচে বদলে দেওয়া হবে৷ কেন্দ্রীয় রাষ্ট্রয়ত্ব সংস্থা ইপিআইএল ও ব্রিজ অ্যান্ড রুফ কলকাতা টার্মিনালকে ঢেলে সাজাবে৷ এছাড়াও ১৪টি গুরুত্বপূর্ণ রেল স্টেশনকে আধুনিক রূপ দেবে এই সংস্থা৷
আইআরএসডিসি সূত্রে খবর, শীঘ্রই ৬টি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে গাঁটছড়া বেধে আরও ৪১টি স্টেশনের ভোল বদল করা হবে৷