nawsad
কলকাতা: ধর্ষণের মামলায় আদালতে বড় স্বস্তি আইএসএফ নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকির। আপাতত তাঁর বিরুদ্ধে কোনও নির্দেশ নয়, জানালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।
ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন এক মহিলা। একাধিক থানায় নওশাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। সেই মামলায় জল গড়ায় হাই কোর্টে৷ ওই মহিলা জানান, নওশাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর পরই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে৷ বুধবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে সেই মামলার শুনানি ছিল। বিচারপতি জানিয়েছেন, আবেদনকারী চাইলে নতুন করে বিস্তারিত জানিয়ে নিরাপত্তার জন্য আবেদন জানাতেই পারেন। হুমকির বিষয়টি নিয়েও ডোমকল থানাকে বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে৷
মামলাকারীর আইনজীবীর কাছে বিচারপতি জানাতে চান, পুলিশ এখনও নিরাপত্তা দেয়নি কেন? পুলিশ কি মনে করছেন আবেদনকারীর নিরাপত্তার প্রয়োজন নেই? তবে এই অভিযোগ যদি মিথ্যা হয়, অভিযোগকারী তাহলে বিপদে পড়বেন বলেও সতর্ক করে দেন বিচারপতি জয় সেনগুপ্ত। যদিও শুরু থেকেই গোটা ঘটনা চক্রান্ত বলে দাবি করে আসছেন নওশাদ৷