partha chatterjee
কলকাতা: শরীর ভালো নেই তাঁর৷ পা ফুলেছে৷ বৃহস্পতিবার আদালতে এলেও শুনানি কক্ষে পৌঁছতে পারেননি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ আদালতে এলেও সিঁড়ি চড়তে অসুবিধা হয় তাঁর। আইনজীবী আদালতে সে কথা জানাোর পর বিচারক তাঁকে কোর্ট লকআপ চত্বর থেকেই ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো নির্দেশ দেন। আদালতে উপস্থিত থাকলেও তাই ভার্চুয়াল মাধ্যমেই শুনানিতে যোগ দেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। তবে এদিনও তাঁর তরফে জামিনের আবেদন করা হয়নি।
এদিন পার্থর আইনজীবী আদালতে জানান, পা ফুলে থাকায় ঠিক মতো হাঁটতে পারছেন না তাঁর মক্কেল। তাঁকে যেন শুনানি কক্ষে উপস্থিত হতে না হয়, সেই আবেদন জানান৷ তখন বিচারক জানতে চান, কোর্ট লকআপ থেকে ভার্চুয়ালি তাঁকে হাজির করানো সম্ভব কি না। পুলিশ জানায়, কোর্ট লকআপে ইন্টারনেট পরিষেবার তথাতথ মেলে না। সে কথা শোনার পরই বিচারক পার্থকে কোর্ট লকআপ চত্বর থেকে ভার্চুয়াল মাধ্যমে তাঁকে হাজির করানোর কথা জানান। সেখানে বসেই পার্থ অংশ নেন শুনানিতে৷