high court
কলকাতা: ধর্মতলায় সভা করতে পারবে বিজেপি৷ অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বিজেপি’র ২৯ নভেম্বরের সভা নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। বিজেপিকে সভা করার অনুমতি দিলেও, আদালতের নির্দেশ, এই কর্মসূচি পালনের জন্য কলকাতা পুলিশের ওয়েবসাইটে দেওয়া শর্তাবলী মেনে চলতে হবে৷ এর বাইরে কোনও অতিরিক্ত শর্ত সভার আয়োজকদের উপর চাপানো চলবে না৷ সে কথাও স্পষ্ট করে দিয়েছে আদালত৷
বিজেপি’র সভার বিরোধিতা করে রাজ্যের যুক্তি ছিল, ধর্মতলা সভা করার জায়গা নয়৷একমাত্র ব্যতিক্রম ২১ জুলাই৷ সেই রেশ ধরেই প্রধান বিচারপতি বলেন, “তাহলে ২১ জুলাই-ও বাতিল করে দিচ্ছি। আমরা সব বন্ধ করে দিচ্ছি। কোনও মিটিং, মিছিল, সভা হবে না। একটাই সমাধান, সবার জন্য সব কর্মসূচি বন্ধ করে দিচ্ছি। সেটা করলে কী ভাল হবে? রাজনৈতিক ভাবে এই সমস্যা তৈরি করা হচ্ছে। ২ সপ্তাহ আগে আবেদন করা হয়েছে৷ এটা যথেষ্ট।” বিজেপিও শাসক শিবিরের ২১ জুলাইয়ের কর্মসূচির প্রসঙ্গ তুলে বলেছিল, তৃণমূল ওই দিন ধর্মতলায় সভা করতে পারলে, তারা কেন পারবে না? অবশেষে বিজেপি’কে সভা করার অনুমতি দিল ডিভিশন বেঞ্চ৷ ওই সভায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷