firhad hakim
কলকাতা: শুক্রবার থেকে শুরু হল রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়দলের বিধায়কদের হাজিরা বাধ্যতামূলক করেছে৷ তৈরি হয়েছে হাজিরার খাতা৷ তাঁর নির্দেশ মাফিক আজ বিধানসভায় পৌঁছনোর পর হাজিরার খাতায় সইও করেছেন দলের মন্ত্রী-বিধায়করা৷ সই করলেও এ বিষয়ে দৃশ্যতই বিরক্ত রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সংবাদমাধ্যমের সামনে সই করা নিয়ে তিনি বলেন, ‘‘আমরা কি স্কুলে পড়ি নাকি! পার্টি বলেছে, তাই করলাম। কিন্তু এটার সঙ্গে আমি সহমত নই।’’
শুক্রবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে গিয়ে সই করে আসেন মন্ত্রী-বিধায়করা৷ সেখানেই রাখা ছিল হাজিরার খাতা। কে, কখন বিধানসভা অধিবেশনে প্রবেশ করছেন এবং কখন বেরচ্ছেন, সেই সময় উল্লেখ করে সই করতে হবে। যার থেকে এটা স্পষ্ট বোঝা যাবে যে, কোন মন্ত্রী কত ক্ষণ বিধানসভায় ছিলেন। কিন্তুু, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত নিয়ে দলের অন্দরেই তৈরি হয়েছে দ্বিমত৷ বিরক্ত ববি৷ দলীয় নিয়মের বিরুদ্ধে প্রকাশ্য ‘সমালোচনা’ করে কলকাতার মহানাগরিক বলেন, ‘‘সকলেরই নিজস্ব দায়িত্ব রয়েছে। আমরা তো স্কুলের বাচ্চা নই যে সই করতে হবে।’’ ফিরহাদের পাশে দাঁড়িয়ে আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, “১১ বছর ধরে বিধানসভায় রয়েছি। এক দিনও কামাই করিনি।’’