high court
কলকাতা: রাজ্য পঞ্চায়েত ভোটে আদালত অবমাননা করার অভিযোগ উঠেছিল রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এই মর্মে জনস্বার্থ মামলাও দায়ের করে বিরোধীরা৷ গত অক্টোবর মাসে ছিল সেই মামলার শুনানি৷ রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে রুল জারি করে কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ মেনেই শুক্রবার সকাল ১০ টা নাগাদ হাই কোর্টে হাজির হন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
আদালত সূত্রে খবর, রুলের উত্তর দিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের কাছে কিছুদিন সময় চেয়ে নেন রাজীব সিনহা৷ তাঁকে ১৫ ডিসেম্বর পর্যন্ত উত্তর দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে প্রয়োজন মনে করলে আদালত তাঁকে ফের ডাকতে পারে বলেও জানিয়েছে বিচারপতি টিএস শিবজ্ঞানম। এই মামলার পরবর্তী শুনানি হবে ৮ জানুয়ারি।
পঞ্চায়েত ভোটে ৮০০-র বেশি কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সেই নির্দেশ ঠিক মতো পালন করা হয়নি বলে অভিযোগ আনা হয় রাজ্য নির্বাচন কমিনের বিরুদ্ধে৷