নয়াদিল্লি: রাজ্যসভায় আর্থিক সমীক্ষা পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ ইন্দিরা গান্ধী পর দ্বিতীয় মহিলা হিসাবে কেন্দ্রীয় অর্থ বাজাটে পেশ করতে চলেছেব নির্মলা সীতারমন৷ শুক্রবার বাজেট পেশের আগে আজ রাজ্যসভায় বড়সড় খুশির খবর দিলেন অর্থমন্ত্রী৷
কেন্দ্রীয় আর্থিক সমীক্ষা রিপোর্ট বলছে, চলতি ২০১৯-২০ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে৷ আর্থিক ঘাটতি বেশ খানিকটা কমতে চলেছে বলেও সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছে৷ গত বছররের তুলনাময় ৫.৮ শতাংশ থেকে কমে এবার ৩.৪ শতাংশ ঘাটতি বাজেট পেশ হতে পারে ইঙ্গিত মিলেছে৷ এহেন ইঙ্গিত মিলতেই ১০০ পয়েন্ট বেড়ে গিয়েছে সেনসেক্স৷ নিফটি বেড়েছে ৩৭ পয়েন্টে৷
কেন্দ্রী আর্থিক সমীক্ষা নিয়ে কেন্দ্রীয় মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমনিয়াম সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, আমরা ভীষণ প্ররিশ্রম করছি৷ আশা করি কিছু ভাল ফল হবে৷ ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন৷’’
Chief Economic Advisor KV Subramanian on #EconomicSurvey 2018-19: Theme that underlies this economic survey is, the sky blue colour, the colour used for the survey, captures unfettered blue sky thinking which is what we’ve indulged in trying to come with the idea for this survey pic.twitter.com/kTN6AyKwp5
— ANI (@ANI) July 4, 2019
KV Subramanian on #EconomicSurvey 2018-19: In an uncertain world in which we all work, there are 3 key elements critical for ensuring that policies really help in reaching common ppl. 1st, a vision that has already been provided by the PM,of a 5 trillion dollar economy by 2024-25 pic.twitter.com/34rloj0MyR
— ANI (@ANI) July 4, 2019
KV Subramanian: To achieve that vision, a strategic blueprint is necessary. This year #EconomicSurvey makes a concerted effort to try & provide that blueprint. for achieving vision laid down by the PM. 3rd key elements are tactical tools necessary to calibrate into this blueprint https://t.co/HpmhjOvKUq
— ANI (@ANI) July 4, 2019
আগামী শুক্রবার কেন্দ্রের পূর্ণাঙ্গ বাজেট ঘোষণায় করতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ কেন্দ্রে পূর্ণাঙ্গ বাজাটে কর ছাড়ের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার?
সূত্রের খবর, মধ্যবিত্তকে আর্থিক সুরাহা দিয়ে নরেন্দ্র মোদি আয়করে পবিরর্তন আনতে চলেছেন আসন্ন বাজেটে৷ ফেব্রুয়ারি মাসের ভোট অন অ্যাকাউন্টে সব থেকে বড় ঘোষণা ছিল কৃষক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য৷ আয়করে বদল হলেও সেটি একপ্রকার প্রতীকি ছিল৷ কারণ যে আয়করদাতারা সবথেকে বেশি কর প্রদান করেন তাঁদের বিশেষ কোনও সুবিধা মেলেনি৷ এবার সেই অংশকে খুশি করার চেষ্টা করতে চলেছে কেন্দ্র৷ সূত্রের খবর, আয়করের উর্ধসীমা আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩ লক্ষ টাকা করা হতে পারে৷
বার্ষিক আয় ও আয়কর প্রদানের মধ্যে নতুন কোনও ধাপ তৈরি করা হতে পারে খবর৷ ন্যাশনাল পেনশন স্কিমে অবসরকালীন অর্থ প্রত্যাহারের সময় করছাড়ে সুবিধা ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে৷ নতুন করে আবার ট্যাক্স ফ্রি সরকারি বন্ড চালু করাও সম্ভবনা রয়েছে৷ ৮০ সি ধারার করছাড়ের সীমা সরাসরি আরও ৫০ হাজার টাকা বাড়িয়ে ২ লক্ষ টাকা পর্যন্ত করা ভাবনাও রয়েছে কেন্দ্রের৷ এখন দেড় লক্ষ টাকা ছাড়ের পর আরও ৫০ হাজার ছাড়া পাওয়া যায় অতিরিক্ত বিশেষ কিছু লগ্নির উপর৷ ন্যাশনাল পেনশন পলিসিকে আরও জনপ্রিয় করতে চায় সরকার৷
এখন এনপিএস প্রত্যাহারের সময় ৬০ শতাংশের মধ্যে ৪০ শতাংশে করছাড় পাওয়া যায়৷ বাকি ২০ শতাংশ কর আরোপিত হয়৷ সেই ২০ শতাংশেও করছাড়ের কথা ভাবা হচ্ছে বলেও জানা গিয়েছে৷ সরকারি সূত্রে খবর, আসন্ন বাজেটে এমন কোনও প্রকল্প ঘোষণা করা হবে না, মোদি সরকারের রাজকোষে বিপুল বোঝা তৈরি করবে৷ আর্থিক বৃদ্ধির লক্ষ্যেই এবার সংস্কারমুখী বাজেটে জোর দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে৷