#Budget2019: জানেন, গত ১০ বছরের কেনা শেয়ার ২০০০% রিটার্ন দিয়েছে?

নয়াদিল্লি: বাজেট দিনের জন্য বিশেষ কোনও শেয়ার হয় কি? বাজারের শেয়ার-গুরুদের জিজ্ঞেস করলেও ধন্দে পড়ে যাবেন৷ কিন্তু, নিয়মিত শেয়ার বাজারের কারবারিদের মনে এই প্রশ্ন আসবেই৷ মূলত, এই ভাবনা থেকেই মানিকন্ট্রোল.কমের তরফে একটি তালিকা তৈরি করা হয়েছে। যেখানে ৬টি শেয়ারের কথা উল্লেখ করা হয়েছে। সংস্থার দাবি, গত ১০ বছরে বাজেটের দিন কেনা এই শেয়ারগুলি পরবর্তীতে ২০০০%

imagesmissing

#Budget2019: জানেন, গত ১০ বছরের কেনা শেয়ার ২০০০% রিটার্ন দিয়েছে?

নয়াদিল্লি: বাজেট দিনের জন্য বিশেষ কোনও শেয়ার হয় কি? বাজারের শেয়ার-গুরুদের জিজ্ঞেস করলেও ধন্দে পড়ে যাবেন৷ কিন্তু, নিয়মিত শেয়ার বাজারের কারবারিদের মনে এই প্রশ্ন আসবেই৷

মূলত, এই ভাবনা থেকেই মানিকন্ট্রোল.কমের তরফে একটি তালিকা তৈরি করা হয়েছে। যেখানে ৬টি শেয়ারের কথা উল্লেখ করা হয়েছে। সংস্থার দাবি, গত ১০ বছরে বাজেটের দিন কেনা এই শেয়ারগুলি পরবর্তীতে ২০০০% রিটার্ন দিয়েছে। তবে শর্ত একটাই, কমপক্ষে ৩ বছর ধরে রাখতে হবে শেয়ারটি। বিক্রির কথা ভাবা চলবে না।

অজন্তা ফার্মা, ইমামি, ইন্দাসইন্দ ব্যাঙ্ক, রিলাক্সো সফ্টওয়ার, বেয়ার ক্রপ-সায়েন্স এবং সিমফোনি – তালিকায় এই ৬টি শেয়ারের উপর বাজি ধরা হয়েছে। এই শেয়ারগুলির ১০ বছরের তথ্য বলছে, বাজেটের দিন কেনার পর কমপক্ষে ৩ বছর রাখলে, শেয়ারগুলি ২০০০ শতাংশ রিটার্ন দিয়েছে।

২০০৭ সালে কেনা সিমফোনি’র শেয়ার ৩ বছর বাদে যখন বিক্রি করা হয়েছে, তার থেকে ১১৯৬% রিটার্ন মিলেছে। আবার ১ বছর আরও অপেক্ষা করে বিক্রি করলে, ২৫৩৩% রিটার্ন দিয়েছে সিমফোনি। অন্যদিকে, ইমামিও বাজেটের দিনে কিনে ৩ বছর ধরে রাখা শেয়ারগুলির ক্ষেত্রে কল্পনার বাইরে রিটার্ন দিয়েছে। অজন্তা ফার্মা’ও ২০১১-র বাজেট দিনে কেনা শেয়ার ২০১৪-তে বিক্রি করলে প্রায় ২০০০% রিটার্ন দিয়েছে।

শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট ভাবে কখনই বলা সম্ভব নয় যে এই শেয়ারগুলি এমনই লাভ দেবে। তবে গত ১০ বছরের তথ্যের ভিত্তিতে বলাই যায়, যে বাজেট দিনে এই ৬টি শেয়ারের উপর বিনিয়োগ করাই যায়। ৩ বছর ধরে রাখলে দীর্ঘমেয়াদি ভিত্তিতে লাভের সম্ভাবনা জোরালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *