গ্রামীণ উন্নয়নে কী থাকছে আজ কেন্দ্রীয় বাজেটে?

নয়াদিল্লি: আজ শুক্রবারের বাজেট ঘোষণা করতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ কিন্তু, গ্রামীণ উন্নয়নে কী থাকছে নির্মলাদেবীর বাজাট ঝুলিতে? সরকারি সূত্রের খবর, গ্রামীণ কর্মসংস্থান সবথেকে বেশি উদ্বেগ রেয়েছে মোদি সরকারের ঘাড়ে৷ ১০০ দিনের কাজের গ্যারান্টি ও কৃষি, এই দুটিই গ্রামীণ ভারতের প্রধান কর্মসংস্থান৷ কিন্তু অনাবৃষ্টি ও জলের অভাবে দু’টি ক্ষেত্রেই বিপুলভাবে ধাক্কা খেয়েছে মোদির সরকার৷ ফলে,

3 stocks recomended

গ্রামীণ উন্নয়নে কী থাকছে আজ কেন্দ্রীয় বাজেটে?

নয়াদিল্লি: আজ শুক্রবারের বাজেট ঘোষণা করতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ কিন্তু, গ্রামীণ উন্নয়নে কী থাকছে নির্মলাদেবীর বাজাট ঝুলিতে?

সরকারি সূত্রের খবর, গ্রামীণ কর্মসংস্থান সবথেকে বেশি উদ্বেগ রেয়েছে মোদি সরকারের ঘাড়ে৷ ১০০ দিনের কাজের গ্যারান্টি ও কৃষি, এই দুটিই গ্রামীণ ভারতের প্রধান কর্মসংস্থান৷ কিন্তু অনাবৃষ্টি ও জলের অভাবে দু’টি ক্ষেত্রেই বিপুলভাবে ধাক্কা খেয়েছে মোদির সরকার৷ ফলে, এবার গ্রামীণ কর্মসংস্থানে নতুন কিছু প্রকল্প আনার কথা ভাবা হচ্ছে৷

ফেব্রুয়ারি মাসের ভোট অন অ্যাকাউন্টে সবথেকে বড় ঘোষণা ছিল কৃষক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য৷ তবে, সরকারি সূত্রে জানা যাচ্ছে, আসন্ন বাজেটে এমন কোনও বৃহৎ প্রকল্প ঘোষণা করা হবে না যা রাজকোষে বিপুল বোঝা তৈরি করবে৷ আর্থিক বৃদ্ধির লক্ষ্যেই এবার সংস্কারমুখী বাজেটে জোর দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − one =