#Budget2019: বাংলার জন্য নতুন প্রকল্পের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

নয়াদিল্লি: কর্মসংস্থান থেকে লগ্নি, দেশের হাল ফেরাতে আর্থিক বৃদ্ধির লক্ষ্যপূরণ কীভাবে সম্ভব? আজ বাজেটে পেশ করে সেই দিশা দিচ্ছেন মোদি সরকারের প্রথম মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ বছরের শুরুতেই ভোট অন অ্যাকাউন্টে সব থেকে বড় উপহার দেওয়া হয়েছিল কৃষকদের৷ এবার সেই ধারা বজায় রাখার চেষ্টা চলছে৷ বছরে ৬ হাজার টাকা করে বিশেষ সহায়তার ঘোষণা করা হয়৷

3 stocks recomended

#Budget2019: বাংলার জন্য নতুন প্রকল্পের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

নয়াদিল্লি: কর্মসংস্থান থেকে লগ্নি, দেশের হাল ফেরাতে আর্থিক বৃদ্ধির লক্ষ্যপূরণ কীভাবে সম্ভব? আজ বাজেটে পেশ করে সেই দিশা দিচ্ছেন মোদি সরকারের প্রথম মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ বছরের শুরুতেই ভোট অন অ্যাকাউন্টে সব থেকে বড় উপহার দেওয়া হয়েছিল কৃষকদের৷ এবার সেই ধারা বজায় রাখার চেষ্টা চলছে৷

বছরে ৬ হাজার টাকা করে বিশেষ সহায়তার ঘোষণা করা হয়৷ পাশাপাশি ভারসাম্য রক্ষা করতে মধ্যবিত্তদের জন্য আয়কর ছাড় দেওয়া হয় বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে৷ কিন্তু এখন ভোটে বিপুলভাবে জয়ী হয়ে ফেরার পর মোদি সরকারের কাছে উভয়সঙ্কট৷ ভোটদাতাদের প্রতিশ্রুতি ও মন্দা অর্থনীতি থেকে পরিত্রাণের পথ সন্ধান এই লক্ষ্য মোদি সরকারের কাছে৷ এই দু‌ইয়ের চাপে কতটা ভারসাম্য রাখবেন অর্থমন্ত্রী? তুন কোনও আয়কর ছাড় ও করকাঠামোর পরিবর্তনের ঘোষণা করলেন নির্মলা? তাকিয়ে গোটা মধ্যবিত্ত মহল৷

শুক্রবার বাজেট পেশ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান,

আমরা নতুন ভারতের দিকে এগোচ্ছি

মুদ্রা যোজনা মানুষের জীবন বদলে দিয়েছে

জল প্রকল্প, নদী সংস্কারে জোর দেবে সরকার

চলতি বছরেই দেশের অর্থনীতি ৩ ট্রিলিয়ন মাইলস্টোন ছোঁবে

সাহেবগঞ্জ ও হলদিয়ায় নতুন প্রকল্পের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

গত ৫ বছরে করক্ষেত্রে প্রচুর সংস্কার হয়েছে

এক দেশ এক গ্রিড প্রকল্প চালু করা হবে

সরকারি পরিবহণে ভ্রমণের জন্য বিশেষ একটি কার্ড তৈরি করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 15 =