sujay krishna bhadra
কলকাতা: নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য বেশ কিছু দিন ধরেই চেষ্টা চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ এর জন্য এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে৷ কিন্তু কোনও ভাবেই কাকুর কন্ঠস্বর মিলছে না৷ এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ জানাল, মানসিক চাপে রয়েছেন ‘কালীঘাটের কাকু’৷ সেই কারণেই তিনি গলার স্বরের নমুনা দিতে পারছেন না।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ঘিরে সন্দিহান ইডি-র আধিকারিকেরা। তাদের বক্তব্য, অকারণেই কন্ঠস্বরের নমুনা দিতে দেরি করানো হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ না করার জন্য যে সকল যুক্তি খাড়া করছেন, তা ভিত্তিহীন। এসএসকেএম-এর যে মেডিক্যাল বোর্ড সুজয়কৃষ্ণকে দেখছে, তার নিরপেক্ষতা, স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। এই বিষয়ে আদালতের সামনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইডি। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, কাকুর কন্ঠস্বরের নমুনা নিতে বাধা দিয়ে এসএসকেএম কর্তৃপক্ষ আসলে ইডির কাজে এবং বিচারপ্রক্রিয়াতেই বাধা দেওয়ার চেষ্টা করছেন।