suvendu
নিজস্ব প্রতিনিধি: রাজ্য রাজনীতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘তারিখ হুঁশিয়ারি’ অব্যাহত। গত বছর শুভেন্দুর ‘ডিসেম্বর হুঁশিয়ারি’র কথা সকলেই জানেন। শুধু ডিসেম্বর নয়, পরপর বেশ কয়েকটি দিন, তারিখ, মাসের কথা উল্লেখ করে একের পর এক হুঁশিয়ারি তৃণমূলের উদ্দেশে দিতে দেখা গিয়েছিল তাঁকে। তখন জল্পনা তুঙ্গে ওঠে, কী হতে চলেছে ডিসেম্বর বা পরবর্তী দিনগুলিতে? কিন্তু বাস্তবে কিছুই হয়নি। রাজনৈতিক মহল মনে করে এতে শুভেন্দুর বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এরপর দীর্ঘদিন ‘তারিখ হুঁশিয়ারি’ শুভেন্দুকে দিতে দেখা যায়নি। কিন্তু ধর্মতলায় বিজেপির সমাবেশের আগে ফের শুভেন্দুর মুখে সেই হুঁশিয়ারি শোনা গেল। যদিও তৃণমূল বিষয়টিকে পাত্তা দিতে রাজি নয়।
সোমবার বীরভূমে গিয়ে সেখানকার তৃণমূল নেতাদের শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রার্থী দিতে দেয়নি তাঁদের অবস্থা অনুব্রত মণ্ডলের থেকেও খারাপ হবে। এদের অনুব্রতের থেকেও বাজে হাল হবে। ডিসেম্বর মাস ভয়াবহ হবে বীরভূম নেতাদের কাছে। ভোট পরবর্তী হিংসা, পাথর চুরি আর মহম্মদবাজারের জিলেটিন। মহম্মদবাজারের জিলেটিন উদ্ধারে নাম পাওয়া গিয়েছে একাধিক নেতার। নামগুলো ডিসেম্বরে বলব। এখন বলে দিলে নেত্রী বলবেন আমি সব জানি, তাই আগে বলে দিচ্ছি”। তাই আগামী দিনে এ সম্পর্কে শুভেন্দু কাদের নাম বলেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। এর পাশাপাশি এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে আক্রমণ করে বলেন, “নতুন একটা পাখি উড়ছে, কাজল শেখ। নতুন পাখি, সঙ্গে ভাগ্নে বাপি। আমাদের সব নজরে আছে।” সেই সঙ্গে সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলামকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনি পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে প্রার্থী দিতে দেননি। ডিসেম্বরের মধ্যেই তার ফল পাবেন। আপনাদের অবস্থা অনুব্রত মণ্ডলের থেকেও খারাপ হবে”। পাল্টা তৃণমূলের বক্তব্য, এসব কথা বলে নিজেকে দিন দিন আরও হাস্যকর করে তুলছেন শুভেন্দু।
লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিজেপি ও তৃণমূল তাকে অন্যকে আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে। সেক্ষেত্রে বিজেপির মধ্যে শুভেন্দু যে সবচেয়ে বেশি আক্রমণাত্মক তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু শুভেন্দুর ‘তারিখ হুঁশিয়ারি’ অতীতে বারবার ফ্লপ করেছে। তাই রাজনৈতিক মহল শুভেন্দুর এই ধরনের বক্তব্যকে একেবারেই সিরিয়াসলি নিতে চায় না। তবু বিরোধী দলনেতার মুখে এই প্রসঙ্গ ওঠায় তা নিয়ে চর্চা হবে এটাই স্বাভাবিক। এই পরিস্থিতিতে ডিসেম্বর মাসে সত্যি কিছু ঘটে কিনা সেটাই দেখার।