কলকাতা: রেশন বন্টন দুর্নীতিতে গ্রেফতার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার অবনতি৷ এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন বালুকে পাঠানো হল আইসিইউতে৷ হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীর রক্তচাপে কিছু সমস্যা তৈরি হয়েছে৷ সেই কারণেই আর দেরি না করে সোমবার রাতেই তাঁকে আইসিইউতে পাঠানো হয়। হাসপাতালের মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী৷
ইডি হেফজত শেষে রেশন ‘দুর্নীতি’কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর ঠাঁই হয় প্রেসিডেন্সি জেলে৷ সেখানেই তিনি অসুস্থ বোধ করায় গত মঙ্গলবার রাতে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। মন্ত্রীর চিকিৎসার জন্য এসএসকেএম-এ বিশেষ দল গঠন করা হয়েছে৷ স্নায়ু, হৃদ্রোগ, মেডিসিন বিশেষজ্ঞের পাশাপাশি ওই টিমে রয়েছেন কিডনি বিশেষজ্ঞ এবং ইউরোলজি বিশেষজ্ঞ।
জ্যোতিপ্রিয় মধুমেয় রোগে আক্রান্ত। গ্রেফতারির পর থেকেই তিনি অসুস্থতার কথা বলছেন৷ তাঁর নানা রকম শারীরিক অসুস্থতা আগে থেকেই ছিল। ইডি তাঁকে গ্রেফতার করার পর আদালতেই অসুস্থ হয়ে পড়েছিলেন মন্ত্রী। বেশ কিছু দিন হাসপাতালে ভর্তি থাকার পর তাঁকে হেফাজতে পায় ইডি। ১৪ দিনের ইডি হেফাজত শেষে তাঁকে পাঠানো হয় প্রেসিডেন্সি জেলে৷ সাংবাদিকদের সামনেও তিনি একাধিক বার নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন৷ বলেছিলেন, তাঁর শরীরের বাঁ দিকের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। ঠিক মতো বাম দিকের অঙ্গ নড়াচড়া করাতে পারছেন না। তাঁর চোখেমুখেও দুর্বলতার ছাপ ফুটে উঠেছিল৷