জিলেটিন স্টিক উদ্ধার মামলায় এবার NIA-র জেরার মুখে অনুব্রত-সায়গল

জিলেটিন স্টিক উদ্ধার মামলায় এবার NIA-র জেরার মুখে অনুব্রত-সায়গল

nia

কলকাতা: গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মন্ডল ও তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বর্তমান ঠিকানা দিল্লির তিহার জেল৷ দিল্লির আদালতেই চলছে মামলা৷ তবে গরু পাচার মামলা নয়, এবার জিলেটিন স্টিক উদ্ধার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়তে চলেছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা ও তাঁর নিরাপত্তারক্ষী৷ বীরভূমের মহম্মদবাজার থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ বিস্ফোরক৷ সেই ঘটনাতেই অনুব্রত ও সায়গলকে এবার দিল্লির তিহাড় জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এনআইএ৷ তাদের আবেদনে অনুমোদন মিলেছে বলেই খবর। যত দ্রুত সম্ভবত এনআইএ আধিকারিকরা তিহাড় জেলে গিয়ে কেষ্ট ও সায়দলকে জেরা করবে বলেই সূত্রের খবর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − one =