hc
কলকাতা: কেন্দ্রের প্রকল্প স্থগিত করে রাজ্যের নামে প্রকল্প চালানো হচ্ছে! এই দাবিকে সামনে রেখেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার কমন সার্ভিস সেন্টার সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্যকে ৫০ হাজার টাকা জরিমানার হুঁশিয়ারি দিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি প্রকল্প ‘কমন সার্ভিস সেন্টার’ বন্ধ করে দেওয়ার অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, এ রাজ্যে প্রায় ৪০ হাজার সিএসসি বন্ধ করে দেওয়া হয়েছে। পঞ্চায়েত স্তরে সাধারণ মানুষকে সাহায্যার্থেই এই প্রকল্প নিয়ে এসেছিল কেন্দ্র। এর মাধ্যমে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধার কথা জানতে পারতেন সাধারণ মানুষ। একাধিক প্রকল্প সম্পর্কে সহজেই জানতে পারত মানুষ। সুকান্ত আদালতে দাবি করেন, ২০২০ সালে রাজ্য সরকার এই পরিষেবা উঠিয়ে দেয়৷ বদলে বাংলা সহায়তা কেন্দ্র নামে একটি সেন্টার চালু করা হয়। এই অভিযোগ নিয়েই আদালতের দরজায় কড়া নাড়েন বালুরঘাটের সাংসদ। মঙ্গলবার মামলাটি ওঠে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে৷ এই মামলায় আদালতের নির্দেশ, ১২ ডিসেম্বরের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে৷ না হলে জরিমানা দিতে হবে৷