অপেক্ষার হয়তো ৩-৪ ঘণ্টা, শ্রমিকদের উদ্ধারে দল পাঠালেন মমতা

অপেক্ষার হয়তো ৩-৪ ঘণ্টা, শ্রমিকদের উদ্ধারে দল পাঠালেন মমতা

cm-announces-salary-hike-for-bengal-anganwadi-workers

দেরাদুন: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককে আজই উদ্ধার সম্ভব হবে বলে স্পষ্ট করা হয়েছে। উদ্ধারকারী দলের অনুমান, আর হয়তো ৩ থেকে ৪ ঘণ্টা, তারপরই এই উদ্ধারকাজ সম্পন্ন হবে। সুড়ঙ্গের বাইরে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে শ্রমিকদের পরিবার এবং গ্রামবাসীরা প্রস্তুত আছেন। তবে বাংলা থেকে সেখানে আলাদা দল পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে সুড়ঙ্গে আটকে রয়েছেন বাংলার তিন শ্রমিক। 

মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, শ্রমিকদের সাহায্যের জন্য উত্তরকাশীতে গিয়েছে বাংলার একটি দল। সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার এবং পশ্চিমবঙ্গে ফেরাতে সাহায্য করবে তারা। ওই দলে কে কে আছেন, তাঁদের নাম, নম্বর সবই সোশ্যাল মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরকাশীর সিল্কিয়ারা-বারকোট সুড়ঙ্গে আটকে থাকা বাংলার শ্রমিকদের সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − nine =