west bengal
কলকাতা: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের৷ সকাল থেকেই মুখ ভার আকাশের৷ এর ধাক্কায় দিনের তাপমাত্রা বেশ কিছুটা কমেছে৷ তবে রাতের তাপমাত্রা বেড়ে গিয়েছে। বাতাসে রয়েছে হালকা শিরশিরানি ভাব৷ এদিকে, ঘূর্ণাবর্তের জেরে কলকাতায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এই ঘূর্ণিঝড়। হাওয়া অফিস জানাচ্ছে, মিগজাউমের প্রভাবেে আগামী পাঁচ থেকে সাত দিনে শীতের আমেজ মাটি হতে পারে। রাতের দিকে তাপমাত্রা বাড়বে। আংশিক মেঘলা থাকবে আকাশও।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অতি-গভীর নিম্নচাপ ঘনীভূত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এর অভিমুখ থাকবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। এই গভীর নিম্নচাপ ক্রমেই উত্তর পশ্চিম দিকে সরতে সরতে ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই ধাক্কা খাবে শীত। বাংলার উপর এর সরাসরি প্রভাব না পড়লেও, দক্ষিণবঙ্গে থাকবে আংশিক মেঘলা আকাশ৷ রাতের তাপমাত্রাও ধীরে ধীরে বাড়বে। বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা লাফিয়ে ২-৩ ডিগ্রি বেড়ে যাবে। কলকাতায় ভোরের তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে৷ পশ্চিমের জেলাগুলিতে শীত শীত ভাব থাকলেও, জাঁকিয়ে শীত আসার কোনও সম্ভাবনা নেই৷