সোনার দামে বিশ্ব রেকর্ড গড়ল ভারত!

কলকাতা: সোনায় আমদানি শুল্ক আড়াই শতাংশ বাড়িয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ দেশে সোনার উপর আমদানি শুল্ক ১২.৫ শতাংশ করার সিদ্ধান্ত এখনও পর্যন্ত রেকর্ড৷ ফলে সোনার দাম এখানেই যে সবচেয়ে বেশি, তাতে আর সন্দেহ নেই৷ সোনা আমদানিতে সবার আগে থাকে চিন৷ দ্বিতীয় ভারত৷ চিনে সোনায় আমদানি শুল্ক না থাকলেও ভারতে তা বাড়িয়ে করা হয়েছে ১২.৫ শতাশ৷

3 stocks recomended

সোনার দামে বিশ্ব রেকর্ড গড়ল ভারত!

কলকাতা: সোনায় আমদানি শুল্ক আড়াই শতাংশ বাড়িয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ দেশে সোনার উপর আমদানি শুল্ক ১২.৫ শতাংশ করার সিদ্ধান্ত এখনও পর্যন্ত রেকর্ড৷ ফলে সোনার দাম এখানেই যে সবচেয়ে বেশি, তাতে আর সন্দেহ নেই৷

সোনা আমদানিতে সবার আগে থাকে চিন৷ দ্বিতীয় ভারত৷ চিনে সোনায় আমদানি শুল্ক না থাকলেও ভারতে তা বাড়িয়ে করা হয়েছে ১২.৫ শতাশ৷ সেখানে দাঁড়িয়ে আমেরিকায় তা চার শতাংশের কাছাকাছি৷ ইন্দোনেশিয়ায় ১০ শতাংশ হারে আমদানি শুল্ক লাগু ছিল৷ ভারতেও ছিল ১০ শতাংশের শুল্ক৷ কিন্তু, এবার কেন্দ্র তা ১২.৫ শতাংশ করায় বিশ্বে সবাইকে সোনার দামে ছাপিয়ে গিয়েছে ভারত৷ ইরান বা দুবাইয়ে সোনায় আমদানি শুল্ক নেই৷ ছোট কয়েকটি দেশে যেখানে সোনার চাহিদা খুব কম, সেখানে সর্বাধিক ১৭ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়৷ বেশি পরিমাণ সোনা আমদানি করে যারা, তাদের মধ্যে ভারতই আমদানি শুল্কে সবাইকে ছাপিয়ে গেল, এতে সন্দেহ নেই৷ শনিবার কলকাতায় হলমার্কযুক্ত ২২ ক্যারেট গয়না সোনার বাজারদর গিয়েছে ১০ গ্রাম পিছু ৩৩ হাজার ৬৯০ টাকা৷ ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৩৪ হাজার ৯৮৫ টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 12 =