নয়াদিল্লি: রাজ্যে শিল্প আসছে না৷ নির্বাচনে এই ইস্যু তুলে ময়দানে নেমেছিল বিজেপি-কংগ্রেস ও বামেরা৷ বিরোধীদের তোলা সেই অভিযোগে কার্যত জল ঢেলে দিল মোদি সরকারের শিল্প সংক্রান্ত পরিসংখ্যান৷ কেন্দ্রের বিরোপর্ট বলছে, শিল্পের পথ সরল করতে বাংলার উদ্যোগ দেশের মধ্যে তৃতীয়৷ প্রথম স্থানে যুগ্মভাবে রয়েছে রাজস্থান ও হরিয়ানা৷ দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ৷ এর পরেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা৷ গত বাংলার অবস্থান ছিল দশম৷ এবার সাত ধাপ এগিয়ে বাংলা এখন দেশের মধ্যে তৃতীয়৷
শিল্প গড়ার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ শিল্পে বিনিয়োগের বিষয়টি অনেকটাই নির্ভর করে সংশ্লিষ্ট দেশ সরকারি বা প্রশাসনিক উদ্যোগের উপর৷ এই বিষয়ে বিশ্ব ব্যাংক নিয়মিত দেশগুলির ব়্যাঙ্কিং করেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্ব ব্যাংকের ওই সমীক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করে৷ তিনি আগেই জানিয়েছেন, ভারতকে বিশ্ব শিল্পমানচিত্রের তালিকায় প্রথম সারিতে তুলে নিয়ে আবেন৷ তাই সবকটি রাজ্যকে ওই বিষয়ে এগিয়ে আসার নির্দেশ দেয় কেন্দ্র৷ কোন কোন বিষয়ে কী কী পদক্ষেপ করতে হবে, তার তালিকা রাজ্যগুলিকে জানিয়ে পাঠানো হয়৷ আর সেই নির্দেশ পালনে ২০১৫ সালে যেখানে বিশ্ব ব্যাংকের তালিকায় ভারতের স্থান ছিল ১৪২ নম্বরে, পরবর্তী তিন বছরে তা ধাপে ধাপে উঠে আসে ৭৭তম স্থানে উঠে এসে৷ মোদি সরকারের এই সাফল্যের পিছনে পয়েছে বাংলা সহ অন্য রাজ্যের ভূমিকা৷ কেন্দ্রের নির্দেশ পালন করে শিল্পের পথ সহজ করার ক্ষেত্রে বাংলা দেশের মধ্যে তৃতীয় স্থান ছিনিয়ে এনেছে৷