মোদির বাজেটে মুখ থুবড়ে পড় শেয়ার বাজার, রেকর্ড পতনে

নয়াদিল্লি: মোদি সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেটের পরেই মুখ থুবড়ে পড়ল সোমবারের শেয়ার বাজার৷ শেয়ার বাজারে বড় ধস৷ ৯০০ পয়েন্ট পড়ে পতনের রেকর্ড গড়ল সেনসেক্স৷ সকাল থেকেই শেয়ার বাজার ছিল নিম্নমুখি৷ শুক্রবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদে প্রথম বাজেটে অর্থমন্ত্রী সীতারামান বলেন, ‘‘আমি সেবিকে বর্তমানের ঊর্ধ্বমুখী ত্রৈমাসিকে ২৫ শতাংশ থেকে ৩৫ শতাংশ বাড়ানোর কথা

3 stocks recomended

মোদির বাজেটে মুখ থুবড়ে পড় শেয়ার বাজার, রেকর্ড পতনে

নয়াদিল্লি: মোদি সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেটের পরেই মুখ থুবড়ে পড়ল সোমবারের শেয়ার বাজার৷ শেয়ার বাজারে বড় ধস৷ ৯০০ পয়েন্ট পড়ে পতনের রেকর্ড গড়ল সেনসেক্স৷ সকাল থেকেই শেয়ার বাজার ছিল নিম্নমুখি৷

শুক্রবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদে প্রথম বাজেটে অর্থমন্ত্রী সীতারামান বলেন, ‘‘আমি সেবিকে বর্তমানের ঊর্ধ্বমুখী ত্রৈমাসিকে ২৫ শতাংশ থেকে ৩৫ শতাংশ বাড়ানোর কথা বিবেচনা করার কথা বলেছি৷’’ আর এরপরেই সেদিন বিকেলে লেনদেনের পরিমাণ ৮৪৭ পয়েন্ট পড়ে সেনসেক্স কমে দাঁড়ায় ৩৮হাজা ৬৬৬ পয়েন্টে৷ নিফটি ৫০ পয়েন্ড কনে ১১ হাজার ৬০০ এ গিয়ে দাঁড়ায়৷ আজ, দুপুর একটার মধ্যে সেনসেক্স ৬৮২.০৩ পয়েন্ট বা ১.৭৩ শতাংশ হ্রাস পেয়ে ৩৮হাজার ৮৩১.৩৬ পয়েন্টে নেমে যায়৷ নিফটি ২১৭.৬০ পয়েন্ট হ্রাস পেয়ে ১১ হাজার ৫৯৩.৫৫ পয়েন্টে নেমে যায়৷ দিনশেষে ৯০০ পয়েন্টে নেমে গিয়েছে বাজার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 7 =