mamata
কলকাতা: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানিয়ে বকেয়া মেটানোর দাবিতে যাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে গিয়েছিলেন, তাঁদের পাওনা টাকা মেটাতে শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও রাজধানীতে দাঁড়িয়েই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার যদি দু’মাসের মধ্যে বকেয়া না মেটায়, তাহলে তিনি ব্যক্তিগতভাবে শ্রমিকদের হাতে প্রাপ্য টাকা তুলে দেবেন৷। কিন্তু, এত টাকা কোথা থেকে পাচ্ছেন তৃণমূলের ‘সেনাপতি’? বিধাযনসভায় প্রশ্ন তুলল বিজেপি। বুধবার সেই প্রশ্নের জবাব দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, দলের সাংসদেরা এক যোগে এই টাকার ব্যবস্থা করেছেন। সকলে সম্মিলিত ভাবেই চেষ্টা করেছেন শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দিতে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার দলের সাংসদেরা প্রত্যেকে এক লক্ষ টাকা করে দিয়েছেন। নিজেদের বেতন থেকে তাঁরা ওই টাকা দিয়েছেন। দিল্লিতে যে তিন হাজার মানুষ অভিষেকের সঙ্গে গিয়েছিলেন, সেই টাকা থেকেই তাঁদের বকেয়া মেটানো হচ্ছে।’’ সেই সঙ্গে বিজেপি’কে একহাত নিয়ে বলেন, ‘‘এমন বিরোধী দল, যারা বলে আসছে টাকা দেবে না! গরিব মানুষ কি কিছুই পাবে না?’’