music
কলকাতা: হাসপাতালের ওয়ার্ডে মৃদু স্বরে বাজছে গান৷ কোথও নাই, নাই ভয়, হবে হবে জয়…, কখনও আবার আমরা করব জয়…। সেই গানের সুরে বিভোর রোগী। গলা মেলাচ্ছেন তাঁরা। কখনও আবার গুনগুন করে উঠছেন চিকিৎসকরাও৷ কিন্তু হাসপাতালে কেন বাজানো হচ্ছে গান? আসলে একে বলে মিউজিক থেরাপি৷ বারাসত জেলা হাসপাতালে সেই থেরাপিই চলছে এখন। তবে হাসপাতালে এই মিউজিক থেরাপিই এখন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। রোগের জ্বালা তো বটেই চিকিৎসক-নার্সরাও সুরে গলা মিলিয়ে মনকে সতেজ করে তুলছেন।
গান ভালবাসেন না এমন মানুষ প্রায় নেই বললেই চলে। অবসরে অনেকেই গান শোনেন৷ চরম ব্যস্ততার মধ্যেও আবার গান অনেকের সঙ্গী।গান শুনলে মন শান্ত হয়ে যায়৷ গান মানুষের স্মৃতি ও আবেগকে নিয়ন্ত্রণ করে। স্রেফ গান শুনে অনেকেরই মন চাঙ্গা হয়ে ওঠে৷ অসুস্থ মানুষও মানসিকদিন থেকে সুস্থ হয়ে ওঠেন। রোগমুক্তির জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে মিউজিক থেরাপির প্রচলন রয়েছে৷ ভারতের বিভিন্ন রাজ্যেও মিউডিক থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়। এবং বাংলাতেও এই থেরাপি ধীরে ধীরে চালু হচ্ছে। উত্তর ২৪ পরগনার বারাসত হাসপাতালেও চালু হয়েছে এই মিউজিক থেরাপি।