cbi
কলকাতা: প্রায় চার ঘণ্টা তল্লাশির পর তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে বেরোল সিবিআই। দুপুর ১টা নাগাদ তাঁদের সঙ্গে বাড়ি থেকে বেরোন দেবরাজও৷ এক সঙ্গেই গাড়িতে উঠেন। কিন্তু সিবিআই গোয়েন্দাদের সঙ্গে কোথায় যাচ্ছেন তিনি? প্রশ্ন করা হলে দেবরাজ বলেন, ‘‘তল্লাশি শেষ হওয়ার পর যা বলার বলব৷’’
সিবিআই সূত্রে খবর, বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজকে তাঁরই অন্য একটি বাড়ির ঠিকানায় নিয়ে যাওয়া হচ্ছে। কেন সেখানে নিয়ে যাওয়া হচ্ছে? এ প্রসঙ্গে দেবরাজ বলেন, ‘‘কেন এই তল্লাশি অভিযান, তার কিছুই আমি জানি না। সিবিআই এসেছিল। তারা আদালতের নির্দেশ পেয়ে এসেছে। তারা তাদের কাজ করছে। এখন আমাকে আমারই অন্য একটি বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আমার যা বলার, সেটা তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরই বলব।’’
প্রসঙ্গত, বুধবার ধর্মতলায় বিজেপির সভা থেকে হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, বাংলায় দুর্নীতি বরদাস্ত করা হবে না। তার ২৪ ঘণ্টার মধ্যেই তৎপর কেন্দ্রীয় সংস্থা৷ বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের জেলায় জেলায় তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে সিবিআই৷ হানা দিচ্ছে শাসক দলের নেতা, কাউন্সিলর, বিধায়কদের বাড়িতে।