নয়াদিল্লি: ৫ লক্ষ কোটি ডলারের ভারতীয় অর্থনীতি নিয়ে ঢাক পেটানোয় মোদি সরকারের সমালোচনায় সরব হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখাপাধ্যায়৷ বলেন, পূর্বের সরকারের কাজ ছাড়া ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে দেশকে নিয়ে যাওয়া সম্ভব নয়৷ যোজনা কমিশন ভেঙে দেওয়া নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
রাজধানী দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রণব মুখোপাধ্যায়। সেখানে বক্তৃতা দেওয়ার সময় বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকারের ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি নিয়ে প্রচারের সমালোচনা করেন তিনি। রাতারাতি দেশের এই আর্থিক বৃদ্ধির জায়গা তৈরি হয়নি জানিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী বলেন, ‘বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বলেছেন, ২০২৪ সালের মধ্যে ভারতের অর্থনীতি ৫ লক্ষ কোটি ডলারে পৌঁছবে। এটা কোনও আকাশ থেকে পড়ছে না। এর পিছনে মজবুত ভিত্তি রয়েছে। আর সেই ভিত্তি ইংরেজরা করে যায়নি, স্বাধীনতার পর করেছেন ভারতীয়রা।’