নয়াদিল্লি: ২০২০-২১ অর্থবর্ষ থেকে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছাড়াবে ৮ শতাংশ৷ নরেন্দ্র মোদি সরকারের নেওয়া বিভিন্ন আর্থিক সংস্কারের পক্ষে সওয়াল করে এমনটাই জানালেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার৷
নিউ ইয়র্কের দাঁড়িয়ে রাজীব কুমার ভারতের ভালো বৃদ্ধির পক্ষে জোর সওয়াল করেন তিনি৷ খুব সহজেই ভারত ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতির দেশে পৌঁছে যাবে বলেও জানিয়েছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান৷ বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, ২০২০-২১ অর্থবর্ষ থেকে আমরা ৮ শতাংশের বেশি আর্থিক বৃদ্ধিতে পৌঁছে যাব৷ এটা রেকর্ড৷