নয়াদিল্লি: ইলেকট্রিক গাড়ির উপর জিএসটি কমাল কেন্দ্র৷ জিএসটি কাউন্সিলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রে ১২ শতাংশের বদলে এবার মাত্র ৫ শতাংশ জিএসটি দিলেই চলবে৷ গাড়ির চার্জারেরও জিএসটি কমানো হয়েছে বলে খবর৷ গাড়ির চার্জারে ১৮ শতাংশের বদলে এবার দিতে হবে মাত্র ৫ শতাংশ জিএসটি৷ নতুন এই নিয়ম কার্যকর হবে চলতি বছরের ১ আগস্ট থেকে৷
Finance Ministry: GST Council has decided to reduce GST rate on Electrical Vehicles from 12% to 5% and on EV Chargers from 18% to 5% from 1st August 2019. GST Council also approved exemption from GST on hiring of Electric Buses by local authorities. pic.twitter.com/5zYW646aml
— ANI (@ANI) July 27, 2019
চলতি অর্থবর্ষের বাজেট পেশ করে দেশের বাজারে ই-যান বা ইলেকট্রনিক গাড়ি কেনার উপর গুরুত্ব দেওয়া হয়৷ কর ছাড়েরও প্রস্তাব দেওয়া হয়৷ ওই ঘোষণার পর ইলেকট্রনিক গাড়ি কেনার ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি তুলে দেওয়া হয়৷ কেন্দ্রীয় মোটরযান আইনে সংশোধনীতে কেন্দ্রীয় পরিবহণ ও সড়ক মন্ত্রকের তরফে ই-যানে কেনার ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ছাড় দেওয়ার ঘোষণা করা হয়৷ রেজিস্ট্রেশন পুনর্নবীকরণেও ফি না নেওয়ার ঘোষণা করে মন্ত্রক৷ দুই চাকা ও তিন চাকা বা চার চাকা, সব ধরনের ইলেকট্রনিক গাড়ির তা প্রযোজ্য করা হয়৷ এবার সরকারি ভাবে ইলেকট্রনিক গাড়ির জিএসটি কমানোর সিদ্ধান্ত৷