aditi munshi
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার কীর্তন শিল্পী অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় সিবিআই৷ যা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷ ২০২১ সালের বিধানসভা ভোটে রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় অদিতিকে৷ ভোটে জয়ী হয়ে বিধায়কও হন তিনি। বিধানসভার অধিবেশনে নিয়মিত ভাবে উপস্থিতও থাকেন গায়িকা। তবে এবার ছুটির আর্জি জানালেন অদিতি মুন্সী। বিধানসভার স্পিকারের কাছে চিঠি লিখে অদিতি জানান, তাঁকে যেন শীতকালীন অধিবেশনে যোগদান করা থেকে অব্যাহতি দেওয়া হয়। কারণ তাঁর শরীর অসুস্থ। তাই তাঁর পক্ষে বিধানসভায় গিয়ে অধিবেশনে যোগদান করা সম্ভব নয়। শুক্রবার তাঁর এই আর্জি মঞ্জুর করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷
এমনিতে কম কথা বলেন অদিতি। সব বিতর্কে অংশও নেন না৷ তবে সব কথাই শোনে৷ তবে এ বার শুরু থেকেই তিনি বিধানসভায় অনুপস্থিত। গত কয়েকদিন ধরেই গলার সমস্যায় ভুগছেন গায়িকা-বিধায়ক। গলার জন্য গত কয়েকদিন ধরে বেশ কিছু অনুষ্ঠানও বাতিল করে দিয়েছেন। এমনকি, বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত সরকারি অনুষ্ঠানেও গান গাইতে পারেননি অদিতি৷ এবার অধিবেশন থেকেই ছুটি নিলেন৷