অবশেষে দীঘায় উঠল ইলিশ, দাম জানেন কত?

কাঁথি: অবশেষে খরা কাটিয়ে দীঘায় ধরা দিল ইলিশ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলতে বৃষ্টি শুরু হতেই ইলিশ ধরা দিল জালে৷ শুক্রবার ও শনিবার মিলিয়ে মৎস্যজীবীদের জালে ১০টনের বেশি ইলিশ উঠেছে বলে জানা গিয়েছে৷ জালে ইলিশ উঠতেই হাসি চওড়া হয়েছে মৎস্যজীবী, লঞ্চ-ট্রলারের মালিক থেকে আড়তদার ও ব্যবসায়ীদের৷ কিন্তু, জানেন, কত দাম উঠতে শুরু করেছে ইলিশের? দু’দিন ধরে দীঘা মোহনায়

3 stocks recomended

অবশেষে দীঘায় উঠল ইলিশ, দাম জানেন কত?

কাঁথি: অবশেষে খরা কাটিয়ে দীঘায় ধরা দিল ইলিশ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলতে বৃষ্টি শুরু হতেই ইলিশ ধরা দিল জালে৷ শুক্রবার ও শনিবার মিলিয়ে মৎস্যজীবীদের জালে ১০টনের বেশি ইলিশ উঠেছে বলে জানা গিয়েছে৷ জালে ইলিশ উঠতেই হাসি চওড়া হয়েছে মৎস্যজীবী, লঞ্চ-ট্রলারের মালিক থেকে আড়তদার ও ব্যবসায়ীদের৷ কিন্তু, জানেন, কত দাম উঠতে শুরু করেছে ইলিশের?

দু’দিন ধরে দীঘা মোহনায় মৎস্যবাজার ও নিলামকেন্দ্রে ইলিশ কেনাবেচায় ধুম পড়ে গিয়েছে৷ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রুপালি শস্যের দেখা মেলায় ইলিশপ্রেমীদের মুখে হাসি ফুটলেও চড়াও হয়েছে দাম৷ জোগান বা পরিমাণ না বাড়লে দামও মধ্যবিত্ত মানুষজনের আয়ত্তের মধ্যে আসবে না বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা৷ চলতি মরশুমের প্রথম আমদানিতে ইলিশের দাম কার্যত আকাশছোঁয়া৷ ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশের পাইকারি দাম উঠেছে কেজি প্রতি ৫০০টাকা থেকে ৬০০টাকা৷ ৭০০ থেকে ৮০০গ্রাম ওজনের ইলিশ ৭০০ টাকা থেকে ৮০০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷ ১ কেজির বেশি ওজনের ইলিশ ১ হাজার টাকা থেকে ১২০০টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে৷ আর দেড় কেজি ওজনের ইলিশ ২০০০টাকা কেজি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + twenty =