কলকাতা: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে বিল গেটসের মাইক্রোসফট, আজিম প্রেমজির উইপ্রো৷ বৃহস্পতিবার নজরুল মঞ্চে সজুব বাঁচাও অনুষ্ঠানে এমনই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী এদিন জানান, রাজ্যে ফের বিনিয়োগ করতে চলেছে উইপ্রো৷ রাজারহাটে ৫০ একর জমির উপর গড়ে উইপ্রোর দ্বিতীয় ক্যাম্পাস৷ মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে উইপ্রোর বিনিয়োগ করলে ১০ হাজার কর্মসংস্থান হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে রাজারহাটে ১০০ একর জমির উপর সিলিকনভ্যালি গড়ে তোলা হচ্ছে৷
রাজ্যে মাইক্রোসফটের বিনিয়োগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের তাঁতশিল্পী ও হস্তশিল্পীদের প্রযুক্তিগত সহায়তা দেবে এই সংস্থা৷ এর জন্য ‘প্রোজেক্ট সঙ্গম’ প্রকল্প চালু করতে চলেছে বিল গেটসের এই সংস্থা৷ নদিয়া থেকে খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই প্রকল্পের কাজ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এর ফলে রাজ্যের ৬ লক্ষ তাঁতশিল্পী ও হস্তশিল্পী উপকৃত হবেন৷